জামায়াতে ইসলামীর দু দিনের হরতাল ঢিলেঢালাভাবেই পার

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর ডাকা দু দিনের হরতালের দ্বিতীয় দিনেও চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহ ছিলো নিরুত্তাপ। রাজধানী ঢাকার চিত্রও ছিলো অভিন্ন। তবে দূরপাল্লার পরিবহন চলেনি। বাজারে হরতালের তেমন প্রভাব পড়েনি। জামায়াত-শিবিরের পিকেটরদেরও তেমন দেখা মেলেনি। তবে পুলিশের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিলো। নসিমন, আলমসাধু বেবিট্যাক্সি চলাচল করতে দেখা গেছে। ব্যাংক বীমায় লেনদেন ছিলো স্বাভাবিক। হরতালের শেষ দিনে বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিলের মধ্যেই সীমাবদ্ধ ছিলো জামায়াত-শিবিরের কার্যক্রম। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত এ কমর্সূচির ঘোষণা করে জামায়াত।