বিদ্যুত-গ্যাসের দাম বাড়ালে সংসদ থেকে বের হয়ে রাজপথে আন্দোলনের হুমকি
স্টাফ রিপোর্টার: গতকাল ১ জানুয়ারি ছিলো জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সারাদেশে জাতীয় পার্টি ও তার অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীর ঢাকার আয়োজনে (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ সরকার ও বিএনপির সমালোচনা করলেও জামায়াতকে নিজেদের ‘শত্রু নয়’ বলে মন্তব্য করলেন। গতকাল বৃহস্পতিবার জাপার মহাসমাবেশে তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘কোন মুখে রাজনীতি করেন, লজ্জা করে না? আপনাদের লজ্জা নেই। খালেদা জিয়া-আপনি যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি সৃষ্টি করেছিলেন, এখন আপনিই সেই সংস্কৃতির শাস্তি ভোগ করছেন।’ আর সরকারের সমালোচনায় তিনি বলেন, ‘সরকার সুশাসনে ব্যর্থ হয়েছে। দেশে চলছে গুম, খুন, অপহরণ ও দুর্নীতি’। বিদ্যুত-গ্যাসের দাম বাড়ালে সংসদ থেকে বের হয়ে রাজপথে আন্দোলনে নামারও হুমকি দেন তিনি।
এদিকে গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডস্থ কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. রফিউর রহমান, সদস্য সচিব জাহিদ হোসেন, পৌর আহ্বায়ক দেলোয়ার উদ্দীন দুলু, কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক মাসুদ সরকার।
মেহেরপুর অফিস জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আলোচনাসভা করেছে মেহেরপুর জেলা জাতীয় পার্টি। জেলা জাতীয় পার্টির বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে জেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা. হাসেম আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসলেম আলী, জেলা জাতীয়পার্টির সহসভাপতি কিতাব আলী, প্রচার সম্পাদক মামলত হোসেন, শহর জাতীয়পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল লতিব, সাধারণ সম্পাদক এসএম ফয়েজ আহমেদ, জেলা জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা রোকেয়া খাতুন, উপজেলা জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা আফরোজা খাতুন, পৌর জাতীয় মহিলা পার্টির সম্পাদিকা ফিরোজা পারভীন, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেন। অনুষ্ঠানে মেহেরপুর শহরের নতুন পোস্ট অফিসপাড়ার মো. জুয়েল হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুজিবনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামারুল ইসলাম।
জীবননগর ব্যুরো জানিয়েছেন, এ উপলক্ষে জীবননগর উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মোসাব কাক্কা। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মমিনুল ইসলাম। বক্তব্য রাখেন মানিক, হাবিবুর রহমান, রোকনুর রহমান, লাবলু, হান্নান, নাসির উদ্দিন, ওমেদুল ইসলাম, সন্টু, শুকুর আলী, সবুর আলী, আবু তালেব, শফিউল ইসলাম ও মবু মেম্বার।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রয়েলপ্লাজায় আলোচনাসভা করা হয়। উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির নেতা ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন মাস্টার, মাকসুদুর রহমান, আব্দুল কাদের আলম, আব্দুর রাজ্জাক মাস্টার, অধীর সরকার প্রমুখ।