স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের শিরোপা জয়ের ধারবাহিক সাফল্যের সাথে যোগ হলো আরো একটি শিরোপা। সর্বশেষ ৩১ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের মাধ্যমে শেখ রাসেল ক্রীড়াচক্রের শিরোপা জয়ের তালিকায় যোগ হয় আরো একটি শিরোপা। শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি তরুণ ক্রীড়াসংগঠক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ২০১০ থেকে শেখ রাসেল ক্রীড়াচক্রের গতিশীল কার্যক্রম শুরু করার পর থেকে আমার খেলোয়াড়রা ফুটবল ও ক্রিকেটে বেশ কতকগুলো শিরোপা অর্জন করেছে। সেগুলো হলো- ২০১০ সালেই দ্বিতীয় বিভাগ ক্রিকেটলিগ ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চ্যাম্পিয়ন, ২০১১ সালে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে রানারআপ, ২০১২ সালে চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে এমপি-১ মাইওয়ান ক্রিকেট লীগ চ্যাম্পিয়ন, ২০১২ সালে চুয়াডাঙ্গা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ চ্যাম্পিয়ন, চুয়াডাঙ্গা প্রথম বিভাগ ফুটবল লিগ রানারআপ, ২০১২ সালে আলমডাঙ্গায় অনুষ্ঠিত এমপি ছেলুন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, ২০১৪ সালে অনুষ্ঠিত রফিক স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন ও একই সাল ২০১৪ সালে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল নিটল টাটা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া আরো ৩টি টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়ে রয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সেগুলো হলো (ডিপিএল) দর্শনা প্রিমিয়ার লীগ ক্রিকেট-২০১৩, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ক্রিকেট লিগ-২০১৪ ও দামুড়হুদার গোপালপুরে অনুষ্ঠিত রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্ট ২০১৪। উপরোক্ত ৩টি লিগ কোনটি ৬ মাস, ১ বছর ও দেড় বছর পার হলেও তার ফাইনাল খেলার তারিখ নির্ধারণ হয়নি।
ক্লাবটির ধারবাহিক এ সাফল্যের জন্য ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা এর কর্ণধর তরুণ ক্রীড়া সংগঠক নঈম হাসান জোয়ার্দ্দারকে গতকাল বৃহস্পতিবার তার অফিসে সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ ছিলেন সরোয়ার হোসেন মধু, ম্যানেজার শহিদুল কদর জোয়ার্দ্দার, খেলোয়াড়দের সমন্বয়কারী হিসেবে সার্বিক দায়িত্ব পালনকারী সাবেক চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মতিয়ার রহমান, অ্যাড. তালিম, ক্রিকেট কোচ সাইফ রাসেল, ফুটবলার পলাশ, রাব্বী, সোহেল, তরু, সুরুজ, মুদার ফেরদৌস, মামুন, খোকন, বিপ্পা, মিশু, রিয়ান, ক্রিকেটার ইমরান, শামীম পারভেজ, মজনুর রহমান, ফিরোজ আহম্মেদ, ছোট রাসেল, শরীফ জোয়ার্দ্দার, আকাশ, রোজ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নঈম হাসান জোর্য়াদ্দার কালীগঞ্জে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপাটি চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও দশম জাতীয় সংসদের মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে উৎসর্গ করেন।