উন্নয়নে সকল প্রকারের সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন হুইপ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুনবাজারের নবনির্বাচিত কমিটিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। নবনির্বাচিত কমিটির সভাপতি আসলাম উদ্দীন, সাধারণ সম্পাদক নূর আব্বাসসহ নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হুইপের সাথে যোগ শুভেচ্ছা বিনিময় করতে গেলে এ আহ্বান জানানো হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা ৬টায় কেদারগঞ্জ নতুন বাজার কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচিত নেতৃবৃন্দ হুইপের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন বাজারের উন্নয়নে বিশেষ দৃষ্টিদানের অনুরোধ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেদারগঞ্জ নতুনবাজার কমিটির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভপতি শরীফ উদ্দীন পিণ্টু, সহসম্পাদক বাবার আলী বাবু, কোষাধ্যক্ষ মাহমুদুন্নবী তরফদার, জান্টু, সদস্য হুজুর আলী, আব্দুল ওহাব, হাকিমুজ্জামান হাকিম, জাহিদ হোসেন মিন্টু, জেলা যুবলীগের শামীম আহম্মেদ সুমন, আজাদ, পাভেল তমা প্রমুখ।
হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শুভেচ্ছা বিনিময়ের সময় নবনির্বাচিত কমিটিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানোর পাশাপাশি নতুন বাজারের উন্নয়নে সকল প্রকারের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।