মাথাভাঙ্গা মনিটর: চীনের সাংহাইয়ে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে প্রচণ্ড ভিড়ের চাপে ৩৫ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। নববর্ষকে স্বাগত জানাতে সাংহাই প্রদেশের নদী তীরবর্তী বান্ড এলাকায় প্রচুর সংখ্যায় মানুষ জড়ো হলে এক পর্যায়ে এই ঘটনা ঘটে। তবে কীভাবে হতাহতের ঘটনাটি ঘটলো সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, একজন ব্যক্তির বুকের ওপর চাপ দিয়ে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করতে সাহায্য করছেন আরেকজন। আর মাটিতে শুয়ে আছেন বেশ কয়েকজন। এ দুর্ঘটনার পরপরই সেখানে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে যারা হতাহতদের জন্য কাজ করছে। আহতদের অনেককে সাংহাই জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা ঝিনহুয়া বলছে, ঘটনাটি ঘটেছে সাংহাই প্রদেশের নদী তীরবর্তী বান্ড জেলায়। সেখানকার রাস্তাগুলো বেশিরভাগই সরু, অপ্রশস্ত এবং বড় ঘটনা ঘটলেই সেখানে বিশাল যানজটের সৃষ্টি হয়। ঘটনার জানতে অনুসন্ধান চলছে। প্রচুর সংখ্যায় পুলিশ পুরো এলাকার নিরাপত্তায় কাজ করছে।