মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্লেবয় হিসেবে খ্যাত বর্তমানে তেহরিক ই ইনসাফ নেতা ইমরান খানের নতুন বিয়ে নিয়ে ব্রিটিশ মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছে। বিবিসির সাবেক সাউথ টুডে ওয়েদার প্রোগ্রামের প্রেজেন্টার রেহম খানকে গত অক্টোবর মাসে ইমরান খান বিয়ে করেছেন। গত অক্টোবর মাসেই ইমরান খানের সাবেক ব্রিটিশ স্ত্রী জেমাইমা গোল্ড স্মীথ তার নামের শেষে খান উপাধি বাদ দেয়ার জন্য রেজিস্ট্রি অফিসে আবেদনের সময়ে মন্তব্য করেছেন। এখন আর খান রেখে লাভ নেই। কেননা ইমরান খান দ্বিতীয় স্ত্রী বিয়ে করেছেন। এরপর থেকে ব্রিটিশ মিডিয়ায় কানা ঘুষা চলছিলো ইমরান খান কি সত্যিই বিয়ে করেছেন নাকি করতে যাচ্ছেন। বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, ইমরান এবং রেহম খান ইতোমধ্যেই বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। এখন শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণার। ধারণা করা হচ্ছে, নিউ ইয়ারে এই ঘোষণা আসতে পারে।