আ.লীগের প্রবীণ নেতা আনিসুজ্জামান জোয়ার্দ্দার আর নেই

 

খাদিমপুর প্রতিনিধি: আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের প্রবীণ আ.লীগ নেতা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক এবং গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি আনিসুজ্জামান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি মারা যান। আনিসুজ্জমান খাদিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলুর পিতা। বিকেলে খাদিমপুর ঈদগা ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শরিক হন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল বিশ্বাস, চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, আলমডাঙ্গার উপজেলা আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশীদ মাসুম, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান চন্দন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গা আ.লীগের অসংখ্য নেতাকর্মী। বাদ আছর দাফন কাজ সম্পন্ন হয়।