আলমসাধুর পেনিয়াম ভেঙে আহত অজিতের মৃত্যু

আলমডাঙ্গার ভোগাইলবগাদি-ভালাইপুর সড়কের আইন্দিপুরে দুর্ঘটনা

 

স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধুর পেনিয়াম ভেঙে গুরুতর জখম আলমডাঙ্গার ভোগাইলবগাদির অজিত অবশেষে মারা গেছেন। গতপরশু বাড়ি থেকে আলমসাধুযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়ে পথিমধ্যে আইন্দিপুর নামকস্থানে দুর্ঘটনার শিকার হন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, আলমডাঙ্গার ভোগাইলবগাদির কালিপদর ছেলে অজিত (৫০) গতপরশু বুধবার বিকেলে আলমসাধুযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। আইন্দিপুর নামকস্থানে পেনিয়াম ভেঙে আছড়ে পড়েন আজিত। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরশু রাতেই তাকে রাজশাহী নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান।