ভালো ফলাফলে উল্লাস : অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি

জেএসসি পরীক্ষায় রংধনুর শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ : জিপিএ-৫ সংখ্যা ৮৫

 

স্টাফ রিপোর্টার: যশোর শিক্ষাবোর্ডে কমেছে জিপিএ-৫, তার প্রভাব পড়েছে চুয়াডাঙ্গাতেও। যশোর শিক্ষাবোর্ডে গতবারের তুলনায় এবার ৪ হাজারের অধিক জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। রংধনুর? আব্দুস সালামের (সালাম স্যার) ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত সহায়ক শিক্ষাদান কেন্দ্র হিসেবে গড়ে তোলা রংধনু এবারের জেএসসি পরীক্ষায় বেড়েছে এ প্লাস তথা জিপিএ-৫ প্রাপ্তি শিক্ষার্থীর সংখ্যা। পাসের হারও শতভাগ।

DSC_0295

রংধনুর শিক্ষার্থীদের মধ্যে জেএসসিতে এবার অংশ নেয় ১৬৭ জন শিক্ষার্থী। সকলেই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮৫ জন জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। গোল্ডেন এ প্লাস পেয়েছে ৪২ জন। এ গ্রেড পেয়েছে ৬৪ জন। এ মাইনাস ৯ জন। বি গ্রেড পেয়েছে ৮ জন। বাকি ২ জন পেয়েছে সি গ্রেড। এক বিষয়ের জন্য ২০ জন শিক্ষার্থী এ প্লাস থেকে বঞ্চিত হয়েছে। এ বিষয়ে রংধনুর পরিচালক আব্দুস সালাম বলেছেন, এ প্লাসে সামান্য নম্বরে বঞ্চিতের সংখ্যা কমলে ২০১২ সালে এসএসসি পরীক্ষায় জিপিও-৫’র সেঞ্চুরির পর এবার জেএসসি পরীক্ষায়ও অভিন্ন গৌরবের দাবিদার হতো রংধনু। যদিও শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো করার জন্য রংধনুর শিক্ষকমণ্ডলীর আন্তরিকতায় কমতি ছিলো না।

রংধনূর পরিচালক আব্দুস সালাম বলেছেন, বেশ কিছুদিন ধরেই চুয়াডাঙ্গার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষক এবং ব্যক্তিগতভাবে গড়ে তোলা সহায়ক শিক্ষাদান কেন্দ্রের শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিভাবকদের দায়িত্বশীলতা তো রয়েছেই। এ ধারা অব্যাহত থাকলে আগামীতেও চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে: চুয়াডাঙ্গা দামুড়হুদা নতুন হাউলীর জান মোহাম্মদ ও মোছা. হোসনে শামীমের মেয়ে ফারহানা আক্তার রুমা, উজিরপুরের আবুল কাশেম ও তহমিনার বেগমের মেয়ে শিউলি খাতুন, চুয়াডাঙ্গা মুক্তিপাড়ার মো. মহাসীন আলী ও মোছাঃ সফুরা খাতুনের ছেলে ফাহিম মাহমুদ, পোস্টঅফিসপাড়ার শামীম ফেরদৌস ও শরিফা আক্তারের মেয়ে তানজিয়া তাসমীম চাঁদনী, মুক্তিপাড়ার মো. নাসির খসরু ডিউক ও মোছা. নাসিমা মরিয়মের ছেলে কাইসান খসরু, হাসপাতালপাড়ার রফিকুল ইসলাম লিটন ও মাহফুজা খাতুনের ছেলে দানিয়েল ইসলাম সৌহার্দ্য, দামুড়হুদা কার্পাসডাঙ্গা গ্রামের মো. আব্দুল মান্নান ও মোছা. সাফিয়া খাতুনের ছেলে মো. নাজমুস সাকিব, চুয়াডাঙ্গা সদরের বেলগাছির মো. রাশিদুল ইসলাম ও মোছা. রওশন আরার ছেলে ইফতেখারুল ইসলাম নিলয়, মাস্টারপাড়ার মো. আখতারুজ্জামান বিশ্বাস নেকো ও ফারহা দিবা কুহেলীর মেয়ে নিশাত তাসনিম, মুন্সিগঞ্জের মো. আসিরুল ইসলাম সেলিম ও মোছা. আসমা খাতুনের মেয়ে সুমাইয়া ইসলাম লিফা, চুয়াডাঙ্গা সদরের দক্ষিণ হাসপাতাল পাড়ার মো. এনামুল হক ও মোছা. রওশন রাবেয়ার মেয়ে আরাফন নেছা আরা, মুক্তিপাড়ার মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জিপু ও আলেয়া ইমতিয়াজের মেয়ে আফিফা ইরতিজা রিহা, পোস্টঅফিসপাড়ার আব্দুল মোমিন স্বপন ও হামিদা বেগমের মেয়ে ফারহানা বিনতে মোমিন মীম, কোর্টপাড়ার মৃত মেহেদী হাসান ও মোছা. রেহেনা হাসানের ছেলে তানভীর হাসান অশ্রু, সিনেমা হলপাড়ার মো. বখতিয়ার রহমান বিপুল ও বেবী আফরোজের ছেলে সাদাত সাদমান অনন্ত, সাদেক আলী মল্লিকপাড়ার মো. শাখাওয়াত হোসেন ডাবলু ও মোছা. সেলিনা খাতুন লিপির ছেলে মো. আতিক ফয়সাল স্বপ্নীল, মুক্তিপাড়ার মো. সাজ্জাদ হোসেন ও আফরোজা পারভীন বেলীর মেয়ে অপশিতা শারমিন নিশি, মুক্তিপাড়ার মো. মনিরুজ্জামান ও রিনা জামানের ছেলে শাহী ইমাম ফাহিম, বোয়ালমারী স্কুলপাড়ার মো. সাজেদুর রহমান মুক্তার ও উম্মুল ওয়ারা রুশনারার মেয়ে সাইয়িদা এম জোয়ার্দ্দার অন্তরা, চুয়াডাঙ্গা সদরের সিনেমাহল পাড়ার মো. আব্দুল রহমান খান মিঠু ও ফরিদা বেগমের ছেলে আল হাসিব খান ত্বোহা, পোস্টঅফিসপাড়ার কামাল হোসেন ও শাহেনা খাতুনের মেয়ে কানিজ সুবর্ণা, কোর্টপাড়ার মো. আরিফুজ্জামান ও মোছা. হিরা জামানের ছেলে মো. হাসানুজ্জামান রামিন, দক্ষিণ গোরস্তানপাড়ার সাইদুর রহমান মহব্বত ও শাহনাজ রহমান পলির মেয়ে কানিজ ফাতেমা অনন্যা, সিনেমা হলপাড়ার শফিকুল ইসলাম ও হাসিনা আক্তার হেনার মেয়ে মেহেরিন ইসলাম রিমি, দৌলতদিয়াড়ের মো. নাসির উদ্দিন বাবুল ও মোছা. ওয়াহিদা পারভীন শিলার ছেলে মো. ওয়াসিকুর রহমান শিবলু, হাতিকাটার মো. সাইদুর রহমান ও মোছা. বিউটি খাতুনের ছেলে মো. এলকিন হোসেন, চুয়াডাঙ্গা সদরের গুলশানপাড়ার মো. শহীদুল ইসলাম ও মোছা. কারিমা আক্তার বিলকিসের মেয়ে ফাতেমা জান্নাত রাইনা, কেদারগঞ্জ পাড়ার এনামুল হক ও নাসরিন নাহারের ছেলে জাওয়াদ আবরার রাফি, ডিঙ্গেদহের মৃত নূর আলী ও মোছা. আসমা বেগমের ছেলে মো. সাইফুল আলম সাইফ, সরোজগঞ্জ শান্তিপাড়ার মো. তাইজাল হোসেন ও মোছা. হোসনে আরা খাতুনের মেয়ে সিনথিয়া তানমুন ঊর্মি, চুয়াডাঙ্গা সদরের পলাশপাড়ার মো. রফিকুল ইসলাম ফিটু ও মোছা. আমেনা খাতুন লাবণীর ছেলে মো. ইসতিয়াক মেহবুব ইবন, কেদারগঞ্জ মালোপাড়ার আব্দুস সালাম ও মমতাজ আরার মেয়ে নওরিন তাবাসসুম যুঁথি, দামুড়হুদা গার্লস স্কুলপাড়ার মো. জালাল উদ্দিন ও মোছা. নূরজাহান খাতুনের ছেলে মো. ইমরান হাসান শাওন, চুয়াডাঙ্গা সদরের পোস্টঅফিসপাড়ার এএনএম আরিফ ও বিলকিস আরা লাভলীর মেয়ে ওজিফা জান্নাত, শান্তিপাড়ার শেখ মো. কায়েস ও মোছা. মাওয়া খাতুনের ছেলে মো. ওয়ালিদ হাসান বাঁধন, সাতগাড়ী নতুনপাড়ার মো. তারিকুল ইসলাম ও মোছা. রাজিয়া সুলতানা রেখার ছেলে মো. রাব্বি হাসান পলক, কোর্টপাড়ার মীর মঈনুল ইসলাম ও মোছা. মালেকা নাসরিনের ছেলে মীর মুকিত উল ইসলাম, শেখপাড়ার গোলাম মোস্তফা বিমান ও মোছা. শাহনাজ পারভীনের ছেলে মুস্তাকিম বিন মোস্তফা, বড়বাজার পাড়ার মো. জামালুল হক ও জোবায়দা খাতুনের মেয়ে তাপসী রাবেয়া, বেলগাছির মো. জাফরুল হক ও মোমেনা খাতুনের ছেলে মাহমুদুল হক সিফাত, ডিঙ্গেদহ মসজিদপাড়ার শাহ আলম ও মোছা. শাহনাজ পারভীনের ছেলে মো. সাব্বির হোসেন, চুয়াডাঙ্গা সদরের সিনেমা হলপাড়ার মো. শহীদুল ইসলাম বেল্টু ও মনোয়ারা খাতুনের মেয়ে ইশরাত জাহান ঐশী।

যারা এ প্লাস পেয়েছে: চুয়াডাঙ্গা সদরের মহিলা কলেজ পাড়ার মো. ফজলুর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন শাকিল, আরামপাড়ার মো. ওহিদ হোসেনের ছেলে মো. ওয়াসির আল মাসতুর রিয়েল, হাসপাতালপাড়ার সাইদুর রহমান মাজুর মেয়ে আছুমা রহমান শ্রাবণী, শেখপাড়ার মো. মুসাদ আলীর মেয়ে মোছা. সোনিয়া খাতুন, ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মালিক ইকবাল আহমেদের মেয়ে মালিক নুসরাত নাহার নুহিন, বেলগাছি রেলগেটপাড়ার মো. গোলাম মেহেদীর ছেলে খালেদ মাহমুদ সাব্বির, বাগানপাড়ার মো. রেদওয়ানুর রহমান টুকুর ছেলে মো. মুন্তাকিমুর রহমান নাউম, দামুড়হুদার মো. বজলুর রশিদের ছেলে মো. আব্দুল্লাহ আল রশিদ জয়, চুয়াডাঙ্গা হাজরাহাটির মো. আব্দুল মাসুদের ছেলে আব্দুল্লাহ আল মুবিন রিফাত, চুয়াডাঙ্গা সদরের পুরাতন হাসপাতালপাড়ার মো. আখতারুজ্জামান মালিক মিল্টনের ছেলে এএম হেদায়েতুল্লাহ মালিক জুবায়ের, হাসপাতালপাড়ার ফিরোজ আহমেদের ছেলে তাসনিম আহমেদ ফাহিম, বাগানপাড়ার মুক্তার হোসেন জোয়ার্দ্দার মিনালের মেয়ে জান্নাতুল মাওয়া মহিমা, পলাশপাড়ার সানোয়ার হোসেনের ছেলে রুবায়েত হাসান, দৌলতদিয়াড় বাদালপাড়ার মো. বকুল হোসেনের মেয়ে উম্মে সুমাইয়া মুন্নী, কেদারগঞ্জপাড়ার মো. আব্দুল আলী মিন্টুর ছেলে মো. আবু উবাইদ রিফাত, বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ার মো. মঞ্জুরুল কুদরতী কাদেরের ছেলে সৌরভ আল সানি ডিঙ্গেদহ হানুরবাড়াদী কাজীপাড়ার মো. মিয়ার ছেলে মো. হৃদয় হোসেন, চুয়াডাঙ্গা সদরের থানা কাউন্সিলপাড়ার মো. আইয়ুব আলীর ছেলে মো. মাহবুব হাসান উল্লাস, দামুড়হুদা ব্রিজপাড়ার মো. শাহাজান আলীর মেয়ে মোছা. সারজিনা খাতুন অনন্যা, দক্ষিণ হাসপাতালপাড়ার মো. বোরহান উদ্দিনের মেয়ে শাম্মী আক্তার, রুপছায়া সিনেমা হলপাড়ার মো. মুক্তার হোসেনের মেয়ে মোছা. ফারহানা আক্তার মীম, মুন্সিপাড়ার মো. আব্দুর রাজ্জাক রেজভীর ছেলে রাবিদ হাসান রাব্বি, বড়বাজার পাড়ার আব্দুল কুদ্দুস সাবুর মেয়ে জান্নাতুল মাওয়া আভা, জয়রামপুর মালিতা পাড়ার মো. আমজাদ হোসেনের ছেলে মো. আবির হোসেন, চুয়াডাঙ্গা সদরের গুলশানপাড়ার মো. বিশারত আলীর ছেলে আদনান মাহমুদ অভি, পুরাতন বাস্তপুরের মো. শহীদুল ইসলামের ছেলে মো. মুত্তাকিন উর রহমান, দামুড়হুদা দশমীপাড়ার মো. কায়জার আলীর মেয়ে সানজিদা জাহান মীম, ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার মো. মকছুদুল হক মালিকের ছেলে মো. মোকাদ্দাস হক মালিক, পোস্টঅফিসপাড়ার মো. সফিয়ার রহমানের মেয়ে উম্মে সালমা, মুক্তিপাড়ার মো. মজিনুর রহমানের ছেলে সানিনুর রহমান সান, ডিঙ্গেদহের মো. আতিয়ার রহমানের মেয়ে সাদিয়া তাবাসসুম, চুয়াডাঙ্গা সদরের কোর্টপাড়ার মফিজুর রহমানের মেয়ে তানজিনা রহমান শোভা, আলমডাঙ্গা শিয়ালমারীর তোফাজ্জেল হোসেনের মেয়ে দীনা মমতা মুস্তারী, চুয়াডাঙ্গা সদরের মাজেদুর রহমান টুটুলের মেয়ে ফারজানা রহমান সোহানা, সিঅ্যান্ডবিপাড়ার মো. শাহ আলমের ছেলে আহাদ বিন আলম, রেলপাড়ার মো. ঘোরী হাসান জোয়ার্দ্দারের ছেলে মো. ওয়াসিফ হাসান জোয়ার্দ্দার, মেহেরপুর কাঁঠালপোতার মো. শওকত আলীর ছেলে মো. আব্দুর রব, চুয়াডাঙ্গা সদরের কলেজপাড়ার মো. মাসুদুর রহমান শাহিনের মেয়ে উম্মে ফারিয়া রহমান মুনিয়া, নূরনগর-কলোনিপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে মো. তামিম মাহামুদ আজীম, দামুড়হুদা জয়রামপুর শেখপাড়ার নূর মোহাম্মদ আলীর ছেলে মো. রোকনুজ্জামন রিমন, চুয়াডাঙ্গা সদরের হকপাড়ার মো. মোতাহার হোসেন জোয়ার্দ্দারের মেয়ে আনিকা তাবাসসুম মৌ, পোস্টঅফিসপাড়ার আনোয়ার হোসেনের ছেলে মো. সাইক আরাফাত অনিম, সিঅ্যান্ডবিপাড়ার মো. নূহু নবীর ছেলে মো. শাহিদ পারভেজ।

যারা এক বিষয়ের জন্য এ প্লাস পায়নি: শেখ নিয়াজ মাহমুদ নাঈম, আলিফ হোসেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রিফাত, ইস্তিয়াক অনিক, সাইফুল্লাহ খন্দকার লাম, ওয়াকার রহমান সৌরভ, কামরুজ্জামান রজন, ইসতিয়াক হাসান, নাসরিন ইসলাম তনিমা, তাবাস্সুম রেজা লাবণ্য, জান্নাতুল মাওয়া তন্দ্রা, ফাওজিয়া ফারিহা ঊষা, রুহানা ফেরদৌস পুষ্প, ফারজানা ইয়াসমিন বৃষ্টি, আঞ্জুমান আজাদ ফারাবী, সামসুন নাহার বর্ষা, ইশরাত জাহান অর্পিতা, জান্নাতুল নাঈমা নিপুণ, ফারহা তাবাসসুম প্রিয়াংকা, উম্মে সালমা নূর তামান্না।