পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি

স্টাফ রিপোর্টার: বেতন ও চাকরি কমিশন বা পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত কমিটি গঠন করেছে সরকার। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞাকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট বেতন ও চাকরি কমিশন, ২০১৩’র প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পে কমিশনের দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি নিরূপণের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও এ কমিটি সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০১৩ কর্তৃক প্রতিবেদন দাখিলের পর তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে। কমিটি ছয় সপ্তার মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সর্বোচ্চ ৮০ হাজার ও সর্বনিম্ন আট হাজার ২০০ টাকা মূল বেতন নির্ধারণ করে গত ২১ ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ করে পে কমিশন।