জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের প্রস্তাব বাতিল

 

মাথাভাঙ্গা মনিটর: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রসত্তার ওপর আনীত প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। তিন বছরের মধ্যে ফিলিস্তিনি এলাকায় ইসরাইলি দখলদারিত্বের অবসান চেয়ে আনা প্রস্তাবটি গত মঙ্গলবার ভোটাভুটিতে নাকচ হয়ে যায়। যুক্তরাষ্ট্র এ প্রস্তাবের কঠোর বিরোধিতা করে। ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি পাশ হতে অন্তত নয়টি ভোটের প্রয়োজন ছিলো। কিন্তু প্রয়োজনীয় ভোটের চেয়ে মাত্র একটি ভোট কম পাওয়ায় প্রস্তাবটি এমনিতেই বাতিল হয়ে যায়। চীন, ফ্রান্স ও রাশিয়াসহ মোট আটটি দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাজ্যসহ অপর পাঁচটি দেশ এতে ভোটদানে বিরত থাকে। ফিলিস্তিনি ভূমিতে তিন বছরের মধ্যে ইসরাইলি দখলদারিত্বের সমাপ্তি চেয়ে জর্ডান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি এনেছিলো। জর্ডানের আনা সেই প্রস্তারে সমর্থন দিয়েছিলো ফিলিস্তিন কর্তৃপক্ষসহ আরো ২২টি আরব রাষ্ট্র। এ প্রস্তাবে ফিলিস্তিনের সাথে চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে ইসরাইলকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে ২০১৭ সালের শেষ নাগাদ ফিলিস্তিনি ভূ-খণ্ড থেকে ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরাইলকে সময়সীমা বেঁধে দেয়ার এ ধারণাটিকে তারা সমর্থন করে না। যুক্তি হিসেবে যুক্তরাষ্ট্র আরো বলেছে, ফিলিস্তিনের জন্য আনীত এই প্রস্তবটিতে ইসরাইলের নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি। জাতিসংঘে জর্ডানের রাষ্ট্রদূত ডিনা কাওয়ার বলেন, এ ভোটাভুটির জের ধরে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধের প্রচেষ্টা বন্ধ হয়ে যাওয়া উচিত হবে না।