গোবিন্দ হালদারের চিকিৎসার খরচ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মুক্তিযুদ্ধের কয়েকটি কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদারের চিকিৎসার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অর্থসাহায্য দেয়া হয়েছে। গতকাল বুধবার কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিমনার জকি আহাদ কাঁকুরগাছি এলাকার রামকৃষ্ণ সমাধি রোডে গোবিন্দ হালদারের বাসভবনে গিয়ে তার স্ত্রীর হাতে এঅর্থ তুলে দেন। এ সময় উপহাইকমিশনার গোবিন্দ হালদারের শারীরিক অবস্থা ও চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন। গোবিন্দ হালদার গত ১৩ ডিসেম্বর কিডনির জটিলতা নিয়ে কোলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি হন। তার বয়স এখন ৮৫ বছর। ২০ ডিসেম্বর রাতে তার সাথে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী গোবিন্দ হালদারকে তার চিকিৎসার খরচ বহন করার আশ্বাস দেন। ২২ ডিসেম্বর রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ পশ্চিমবঙ্গ সফরে এসে গোবিন্দ হালদারকে দেখে যান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গোবিন্দ হালদার লিখেছিলেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ইত্যাদি গান। তিনি কোলকাতায় একজন কবি ও গীতিকার হিসেবে পরিচিত। তার লেখা গান আকাশবাণী ও দূরদর্শনে প্রচারিত হয়েছে।