কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পে অবৈধভাবে পাকাঘর নির্মাণ : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্প গড়ে উঠেছে প্রায় ১৫ বছর আগে বর্তমান আবাসন প্রকল্প। প্রায় ১৫০টি ভূমিহীন পরিবার বসবাস করে আসছে এখানে। সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সরকারি কোনো নিয়মনীতি না মেনে নির্মাণ করছে পাকাঘর। ১০/১২ জন অসাধু ব্যক্তি নির্মাণকাজ শুরু করেছে। দেখার কেউ না থাকায় বেশ জোরেসোরেই চলছে নির্মাণকাজ। এখনই ব্যবস্থা না নেয়া হলে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠবে পাকাঘর। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতনমহল। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, নিয়মনীতি ভঙ্গ করে যারা পাকাঘর নির্মাণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।