ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের বালিকা ভালিবলে আলুকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বালক ক্রিকেটে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয় বালিকাদের ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ব্যাডমিন্টন এককে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইশরাত জাহান এশা চ্যাম্পিয়ন হয়। দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একই বিদ্যালয়ের ইশরাত জাহান জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে ভলিবলে চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং ব্যাডমিন্টন একক-দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন রানারআপ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।