৪০ নয় : জাভা সাগর থেকে ৩ মৃতদেহ উদ্ধার

মাথাভাঙ্গা মনিটর: ইন্দোনেশিয়া নৌবাহিনীর মুখপাত্র মারাহান সিমোরাংকি জানিয়েছিলেন, নিখোঁজ এয়ার এশিয়া বিমানের ৪০ আরোহীর লাশ জাভা সাগর থেকে উদ্ধার করা হযেছে। এর কয়েক ঘণ্টা সিমোরাংকির ঘোষণা নাকচ করে দেশটির অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা সংস্থার প্রধান বামবাং সোয়েলিসতিয়ো বলেন, ৪০ নয়, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপের অংশে জাভা সমুদ্রে বিমানটির ধ্বংসাবশেষের চিহ্ন পেয়েছেন অনুসন্ধানকারীরা। ধ্বংসাবশেষগুলো এয়ার এশিয়ার নিখোঁজ কিউজেড-৮৫০১ ফ্লাইটের বলে ধারণা করা হচ্ছে। এক ফটো সাংবাদিক বলেন, সমুদ্রে লাইফ জ্যাকেট, কমলা রঙের টিউব ও অন্যান্য জিনিস ভেসে থাকতে দেখেছি। গত রোববার ইন্দোনোশিয়া থেকে এয়ার এশিয়ার একটি বিমান ১৬২ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ হয়ে যায়। বিমানটি সিঙ্গাপুর যাচ্ছিলো। পাইলটের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে তাকে খারাপ আবহাওয়া এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছিলো।

Leave a comment