যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় : আজহারের ফাঁসি

টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধকালে গণহত্যা, হত্যা, লুণ্ঠন, আটক, অপহরণ, নির্যাতন ও অগ্নিসংযোগের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে ট্রাইব্যুনালের মতে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ ও দুজনকে নির্যাতনের দুই অপরাধে আরো ৩০ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, একটি প্রমাণিত না হওয়ায় তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হলো। এটিএম আজহারকে তিনটি অভিযোগে পৃথকভাবে দেয়া মৃত্যুদণ্ডের একটি কার্যকর হলে স্বাভাবিকভাবে সকল শাস্তি একীভূত হয়ে যাবে।

গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। তবে এ রায়কে ফরমায়েশি বলে দাবি করেছেন খোদ এটিএম আজহার। বিচারকেরা মৃত্যুদণ্ডের আদেশ পড়ার সময় কাঠগড়ায় থাকা আজহার দাঁড়িয়ে বলেন, ফরমায়েশি রায়, ফরমায়েশি রায়। আমি সম্পূর্ণ নির্দোষ, আপনাদের বিচার আল্লাহর আদালতে হবে। রায় পড়া শেষে তিনি বলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ বিচার করবে আপনাদের। পরে তাকে কাঠগড়া থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

গত ১৮ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজহারের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। যুদ্ধাপরাধের বিচারে গঠিত দুই ট্রাইব্যুনালের এটি ছিলো পঞ্চদশ রায়। এর মধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে সাতটি ও ট্রাইব্যুনাল-২ থেকে আটটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এছাড়া এখনো দুইটি মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ রয়েছে।

মানবতাবিরোধী অপরাধে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও সরকার। রায়ে সন্তোষ প্রকাশ করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, একাত্তরে রংপুরের ত্রাস আজহারের এই রায়ে দেশের মানুষ ও ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা পূরণ হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সন্তোষ প্রকাশ করে দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলের ঘটনাও ঘটেছে। শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরাও আনন্দ মিছিল করেছে।

এদিকে আজহারের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামি সুবিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আশা করি, উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো। তিনি আরো বলেন, এটিএম আজহারের সাথে কথা হয়েছে, তিনি মৃত্যুদণ্ডে ভীত নন। রায়ে অসন্তোষ প্রকাশ করে এটিএম আজহারের দল জামায়াতে ইসলামী সারাদেশে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

Leave a comment