মেহেরপুরে জেলা পর্যায়ে ৪৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে দৌড়, লং জাম্প, হাইজাম্প, লৌহ বল, চাকতি ও বর্ষা নিক্ষেপসহ ৪৪টি ইভেন্টে জেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ছেলে-মেয়েরা অংশ নেয়। বালকদের ক, খ, গ গ্রুপে এবং বালিকাদের ক ও খ গ্রুপে প্রায় ১৫০ জন জন বালক বালিকা খেলায় অংশ নেয়। প্রতিটি গ্রুপ থেকে ১ম ও ২য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। খেলা শেষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষা অফিসার আজহার আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

Leave a comment