মুজিবনগর বিদ্যুতস্পৃষ্টে দিনমজুর মুকুলের মৃত্যু

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দরিয়াপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মুকুল হোসেন (২৮) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের সড়কে ট্রাকের ওপরে বেধে যাওয়া বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে এ মর্মান্তিক মৃত্যু ঘটে। মুকুল হোসেন দারিয়াপুর গ্রামের মাঠপাড়ার কালু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে একটি ট্রাক (রংপুর-ট-০২-০০১১) কাঠবোঝাই করে দারিয়াপুর মাঠপাড়ার ডি স্টার ইটভাটার উদ্দেশে আসে। ইটভাটায় প্রবেশের মুখে ট্রাকের কাঠ বৈদ্যুতিক তারে বেধে যায়। তার অপসারণের জন্য মুকুলের সহযোগিতা চান ট্রাকচালক। এ সময় ট্রাকের ওপরে চড়ে বৈদ্যুতিক তার অপসারণ করতে গিয়ে ঘটে বিপত্তি। দীর্ঘ সময় বৈদ্যুতিক তারে ঝুলে থাকে মুকুলের মরদেহ। পরে মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহ নিচে নামিয়ে আনেন।

মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সেলিম রেজা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান তারা। কিন্তু ততোক্ষণে মুকুলের মুত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা পল্লী বিদ্যুতের মাধ্যমে লাইন বন্ধ করে মুকুলকে নিচে নামান। পরে মরদেহ মুজিবনগর থানা পুলিশ হেফাজতে দেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে মুজিবনগর থানার এসআই মফিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাকটি হেফাজতে নেন। ইটভাটা মালিক ও ট্রাকচালক আত্মগোপন করেন। পরে মীমাংসা হয়। ইটভাটা মালিকের সাথে মুকুলের পরিবারের সমঝোতার ভিত্তিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। ঘটনার পর থেকেই মুকুলের পরিবারে বইছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।

Leave a comment