স্টাফ রিপোর্টার: বিশিষ্ট রাজনীতিবীদ গণমানুষের তুখোড় নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের আজ চুতর্থ মৃত্যুবার্ষিকী। ২০১০ সালের আজকের দিনে তিনি চুয়াডাঙ্গা বড়বাজারস্থ বাসায় সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আনোয়ার হোসেনের মৃত্যুর শোকবহ এই দিনে তার বিদেহী আত্মার মাগফেরা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন ছেলে জাহিদুল আলম মানিক, মেয়ে স্কুলশিক্ষিকা লুনা শারমীন শশীসহ পরিবারের সকলে।
চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর নীলমণিগঞ্জের মরহুম ডা. মানিক মণ্ডলের তৃতীয় ছেলে আনোয়ার হোসেন ন্যাপ ভাসানীর সাথে দীর্ঘসময় রাজনীতি করতে গিয়ে লাল টুপি আন্দোলন সংগ্রামে বহু ইতিহাস গড়ে তোলেন। কৃষক-শ্রমিকের ন্যায় দাবি আদায়ের আন্দোলনে দত্তনগর খামারসহ এলাকার বহু স্থানে সফলতার দৃষ্টান্ত এখনও উদহারণ হিসেবে রয়েছে। অবশ্য তিনি জীবনের শেষদিকে জাতীয়তাবাদী দলের চুয়াডাঙ্গা জেলা সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ দলের প্রতিষ্ঠাকালে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি অসুস্থ জীবনযাপন করলেও রাজনীতির ময়দানে সরব থাকতেন। তার মৃত্যুর দিনে পারিবারিকভাবে কিছু কর্মসূচিও হাতে নেয়া হয়েছে।