বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

আগামী ১ জানুয়ারি ২০১৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ২ জানুয়ারি ২০১৫ শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের শান্তিপূর্ণ বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে সমবেত হয়ে কেক কাটার মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন করা হবে। শুক্রবারের ওই কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সকল নেতাকর্মীকে যথাসময়ে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখস্থ দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment