পোর্ট এলিজাবেথ টেস্টে বৃষ্টির জয়

মাথাভাঙ্গা মনিটর: পোর্ট এলিজাবেথ টেস্টের খেলা বারবার বৃষ্টিতে বাধা পাওয়ায় নিশ্চিত ড্রয়ের পথেই এগোচ্ছিলো ম্যাচটি। শেষ দিনেও বৃষ্টি হওয়ায় তাই আগেভাগেই ড্র মেনে নেয় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। গতকাল মঙ্গলবার টেস্টের পঞ্চম দিনে একটি বলও হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন মাত্র ছয় ওভার খেলা হয়। তৃতীয় দিনেও ছিলো বৃষ্টির বাধা। একই কারণে চতুর্থ দিনে ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৮ উইকেটে ৪১৭ রানের জবাবে ক্যারিবীয়রা ৯ উইকেটে করেছিলো ২৭৫ রান। দু দলের দুই জন করে ব্যাটসম্যান শতক করেছেন। দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ১২১ এবং ফ্যাফ দু প্লেসি ১০৩ রান করেন। আর অতিথিদের ক্রেইগ ব্রেথওয়েইট ১০৬ এবং মারলন স্যামুয়েলস ১০১ রান করেন। প্রথম টেস্ট জিতে তিন টেস্টের সিরিজে ১-০এ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে আগামী শুক্রবার সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে।