জীবননগর হরিহরনগরের বৃদ্ধ সাইদুর রহমান নিহত মামলা
স্টাফ রিপোর্টার: পাউয়ারট্রিলারের ধাক্কায় বৃদ্ধ নিহত হওয়ায় চালক জীবননগর হরিহরনগরের শফিকুল ইসলামের দু বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক ড. এবিএম মাহমুদুল্লাহ হক গতকাল মঙ্গলবার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রায়ের পর দণ্ডিত আসামিকে পুলিশ প্রহরায় নেয়া হয় চুয়াডাঙ্গা জেলা কারাগারে।
মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জীবননগরের হরিহরনগরের আলী আহম্মেদের ছেলে শফিকুল ইসলাম ২০০৭ সালের ৩ মে রাতে মাঠ থেকে পাউয়ারট্রিলার চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রামের মধ্যে জামাল মিয়ার বাড়ির নিকট একই গ্রামের বৃদ্ধ সাইদুর রহমানকে পেছন থেকে ধাক্কা দেয় পাউয়ারট্রিলার। ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ সাইদুর রহমান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। পরদিন সাইদুর রহমানের ছেলে বাবুল হোসেন জীবননগর থানায় মামলা দায়ের করেন। থানার তৎকালীন এসআই রফিকুল ইসলাম তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার শুরু হয়। বিজ্ঞ আদালত মামলার ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। আদালতসূত্রে জানা গেছে, ১৮৬০ সালের অধ্যাদেশ ২৭৯/৩০৪ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেয়া হয়।