আলমডাঙ্গার পাইকপাড়ায় আলমসাধু বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
অনিক সাইফুল/জাহাঙ্গীর আলম: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে বিচুলিভর্তি বেপরোয়া গতির আলমসাধুর সাথে বাইসাইকেলের ধাক্কায় ভূমিহীন দিনমুজুর বাইসাইকেল আরোহীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দিনমুজুর কাজের সন্ধানে বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হন দিনমজুর নজরুল। পাইকপাড়া গ্রামের দুধ মল্লিক মোড়ে এলে সামনে থেকে দ্রূত গতির আলমসাধুর সাথে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্বার করে চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিলে বাড়িতে আসার পথে তার মৃত্যু হয়। সংসারে একমাত্র উপার্জন করা মানুষটিকে হারিয়ে পাগলের প্রলাপ বকতে থাকেন নিহতের স্ত্রী। দু কন্যাসন্তান নিয়ে অকুল পাথারে পড়েছেন তিনি। সন্ধ্যায় আলমসাধুচালক ৭৫ হাজার টাকা দিয়ে আপস করেছেন বলে গ্রামসূত্রে জানা গেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে আলমডাঙ্গার জহুরুলনগর গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে দিনমজুর দু কন্যাসন্তানের জনক নজরুল ইসলাম (৪৫) কাজের সন্ধানে বাইসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। এ সময় পাইকপাড়া গ্রামের দুধ মল্লিক মোড়ের কাছে এলে সামনে থেকে বিচুলি বোঝাই আলমসাধু বেপরোয়া গতিতে তাকে সজোরে ধাক্কা মারে। সেখানে নজরুল লুটিয়ে পড়েন। এ সময় আলমসাধুচালক পদ্মবিলা ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আজিজুলের ছেলে আনারুল পালিয়ে যান। স্থানীয়রা নজরুলকে উদ্বার করে চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ বলে ছেড়ে দেয়া হয়। বাড়িতে ফেরার পথে পথিমধ্যেই তার মৃত্যু হয়। সকাল ১০টার দিকে লাশ নিয়ে নিহতের বাড়ি লাশ পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সংসারের একমাত্র উপার্জন করা মানুষটিকে হারিয়ে পাগলের প্রলাপ বকতে থাকেন নিহতের স্ত্রী তাহেনা বেগম। দু মেয়ে ও স্ত্রীর বুকফাঁটা আর্তনাদে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। সন্ধ্যায় স্থানীয় মাতবরদের মধ্যস্থতায় আলমসাধুচালককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নগদ আদায় করা হয়।