জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালকের মেয়াদ পূর্ণ হলেও অবৈধভাবে দায়িত্ব পালনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভালাইপুরস্থ জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নূরুল ইসলাম অবৈধভাবে দায়িত্ব পালন করছেন। এ অভিযোগ তুলে বলা হয়েছে, তার মেয়াদ গত ১৫ ডিসেম্বর সম্পন্ন হলেও নতুন করে নির্বাচন সম্পন্ন না করে একই পদে অধিষ্ঠিত রয়েছেন। যা অবৈধ।

অভিযোগকারীরা বলেছেন, জনকল্যাণ সংস্থার গঠনতন্ত্রের তৃতীয় অনুচ্ছেদের ২ ধরা অনুযায়ী সাধারণ পরিষদের সদস্যগণ ২ বছর পর পর প্রত্যক্ষ/পরোক্ষ ভোটের মাধ্যমে কার্যনির্বাহী পরিষদ গঠনের কথা রয়েছে। ২০১২ সালের ১৫ ডিসেম্বর কার্যকরী পরিষদের সম্পাদক হিসেবে নূরুল ইসলাম নির্বাচিত হন। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওই কমিটি অনুমোদন দেন। সে হিসেবে গত ১৪ ডিসেম্বর কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হয়েছে। এরপরও নূরুল ইসলাম নির্বাহী পরিচালক হিসেবেই দায়িত্ব পালন করছেন কীভাবে?

অভিযোগকারীরা বলেছেন, এছাড়াও নূরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গঠনতন্ত্র মোতাবেক তার সদস্য পদও বাতিল হওয়ার কথা। কেননা, গঠনতন্ত্রের ২য় অনুচ্ছেদের ৪র্থ ধারার ৪ এর ২ উপধারায় এ বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। এদিকে প্রশাননের দৃষ্টি দেয়া দরকার বলেও অভিযোগকারী মনে করেন।