ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়মাঠে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আলী আকতার, ওবাইদুল হক জোয়ার্দ্দার, মতিয়ার রহমান প্রমুখ।
উদ্বোধনীদিনে ভলিবলের প্রথম সেমিফাইনালে আলমডাঙ্গা ২-১ সেটে দামুড়হুদা উপজেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চুয়াডাঙ্গা সদর ২-০ সেটে জীবননগর উপজেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে আলমডাঙ্গার ভদুয়া মাধ্যমিক বিদ্যালয় ২৫-১৯, ২৫-২১ পয়েন্টে সদর উপজেলার সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ব্যাডমিন্টন দ্বৈত ম্যাচে এমএ বারী ও এককে জীবননগর শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ণ হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ণ ও রানার আপদল ও প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও উপরোক্ত অতিথিগণ উপস্থিত ছিলেন।