মালয়েশিয়ায় অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশের আলিম

মাথাভাঙ্গা মনিটর: অল্পের জন্য মালয়েশিয়ায় রক্ষা পেলেন বাংলাদেশী শ্রমিক আলিম সরদার (২৪)। গতকাল তিনি বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য মাটি খনন করার সময় অকস্মাৎ চারদিকের মাটি এসে তাকে চাপা দেয়। বুক পর্যন্ত তিনি মাটির ভিতর আটকে যান। কোনভাবেই তাকে উদ্ধার করা যাচ্ছিল না। এ সময় মৃত্যু আতঙ্কে চিৎকার শুরু করেন আলিম। চারপাশের মানুষ উৎকণ্ঠায় কাটাতে থাকেন। খবর পেয়ে জোহর বাহুরু ফায়ার অ্যান্ড রেসক্যু স্টেশনের প্রধান পরিচালনাবিষয়ক কর্মকর্তা ওমেরা ওমর দলবল নিয়ে ছুটে যান ঘটনাস্থলে। এ ঘটনা ঘটে তামান সুরিয়া এলাকায় স্থানীয় সময় বিকাল দু’টার দিকে। ১০ জন উদ্ধারকর্মী নিয়ে মাটি খুঁড়ে আলিমকে উদ্ধারে কাজ শুরু করেন তারা বিকাল ২টা ২৬ মিনিটের দিকে। অবশেষে চারদিকের মাটি সরিয়ে আলিমকে উদ্ধার করেন বিকাল ২টা ৫৫ মিনিটের দিকে। তবে আলিম অক্ষত রয়েছেন। গতকাল মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ঘটনার সময় আশেপাশের লোকজন তাকে দেখেছিলেন বলে রক্ষা পেয়েছেন আলিম। তা না হলে তার জীবন নিয়ে শঙ্কা তৈরি হতো। ওই সব লোকই জরুরি বিভাগে ফোন করে রক্ষা করেন আলিমকে।