ভারতকে বড় লক্ষ্য দিতে চায় সাবধানী অস্ট্রেলিয়া

মাথাভাঙ্গা মনিটর: অ্যাডিলেইডে প্রথম টেস্টে ভারতের রান তাড়া করার উদাহরণ সাবধানী করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। আর এ কারণেই মেলবোর্ন টেস্টের পঞ্চম দিন সকালে আরো কিছু রান তুলে ইনিংস ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাগতিকদের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন শেষে ৩২৬ রান এগিয়ে আছে স্বাগতিকরা। ৬৫ রান এগিয়ে থেকে গতকাল সোমবার চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৬১ রান তোলে অস্ট্রেলিয়া।

আক্রমণাত্মক ক্রিকেট উপহার দেয়ার নজির অস্ট্রেলিয়া দলের অনেক আছে। অতীত বিবেচনা করে অনেকেই মনে করছেন, পঞ্চম দিন সকালেই ইনিংস ঘোষণা করে দিতে পারে স্টিভেন স্মিথের দল। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার অবশ্য অ্যাডিলেইড টেস্টে ভারতের চতুর্থ ইনিংসের বীরত্ব সামনে নিয়ে এসে নিজের দলকে সাবধান করে দেন। অ্যাডিলেইড টেস্টে আমরা দেখেছি, তারা কতো ভালো লড়াই করেছে এবং ভাগ্যের কারণে আমরা ব্রেকথ্রু পেয়েছি…। তারা (সিরিজে) ১-০ ব্যবধানে এগিয়ে যেতে পারত। আমাদের আরো কিছু রান প্রয়োজন। অ্যাডিলেইড টেস্টে পঞ্চম ও শেষ দিনে সফরকারী ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিলো ৩৬৪ রান। অসাধারণ ব্যাটিং করে শেষ পর্যন্ত ৪৮ রানে হারে তারা। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসেও ভারত ভালো ব্যাটিং করে এবং এ উইকেটটাও ব্যাটিং সহায়ক বলে অস্ট্রেলিয়ার ভয়টা একটু বেশি। আমরা জানি তাদের ব্যাটিং লাইন-আপ কেমন; কোহলি ও রাহানে ভালো একটা পার্টনারশিপ দিয়েছে। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩০ রানের জবাবে ভারত করে ৪৬৫ রান। ১৪৭ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া ভারতকে লড়াইয়ে ফেরান কোহলি ও রাহানে। দৃঢ়তাভরা ব্যাটিংয়ে চতুর্থ উইকেটে ২৬২ রানের জুটি গড়েন তারা। অ্যাডিলেইডের পর ব্রিসবেন টেস্টেও হেরে ৪ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। সিরিজ বাঁচিয়ে রাখতে এ টেস্ট জিততেই হবে তাদের। ড্র হলে সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া।

Leave a comment