ব্রিটিশ নির্বাচনে বাঙালিরা

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাজ্যে চার মাস পর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে এবার তিনটি প্রধান রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সাত বাংলাদেশি। এদের মধ্যে পাঁচজন লেবার পার্টি থেকে, একজন কনজারভেটিভ পার্টি থেকে এবং একজন লিবারেল ডেমোক্র্যাটস (লিব ডেম) পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। লেবার পার্টির থেকে মনোনয়ন পাওয়া পাঁচজনের মধ্যে চারজনই নারী, এর মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি রুশনারা আলী এবং বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকও রয়েছেন। বর্তমান বিরোধীদল লেবার পার্টি থেকে মনোনয়ন পাওয়া অন্যরা হলেন- রুপা হক, মেরিনা আহমেদ এবং আনওয়ার বাবুল মিয়া। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে লন্ডনের বার্কিং আসন থেকে প্রার্থী হয়েছেন মিনা রহমান এবং লিব ডেম থেকে নর্দাম্পটন সাউথ আসনে মনোনয়ন পেয়েছেন প্রিন্স সাদিক চৌধুরী। ২০১৫ সালের ৬ মে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এর পরদিন ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a comment