নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা

স্টাফ রিপোটার: মডেল ও অভিনেতা নিরবের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। গত ২৭ ডিসেম্বর উত্তরা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন নিরবের সদ্য বিবাহিত স্ত্রী তাশফিয়া তাহেরের বাবা এমএ তাহের চৌধুরী। উত্তরা মডেল থানার ওসি মো. আলী হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। এ নিরব যে মডেল নিরব তা জানা ছিলো না। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিয়ে করলেও তা গোপন রাখেন নিরব। সোমবার নিরবে বিয়ের খবরটি গণমাধ্যমকে জানান তিনি। নিরবের স্ত্রীর নাম তাশফিয়া তাহের। নিরবের স্ত্রী ঋদ্ধি নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রী। তিনি দিনাজপুরের মেয়ে। এমএ তাহের চৌধুরী ও মুর্শিদা আকতারের একমাত্র কন্যাসন্তান তিনি। রাজধানীর ক্যান্টনমেন্টে নিরব তার বাড়িতে এনেছেন ঋদ্ধিকে।

Leave a comment