দর্শনা সীমান্তে হুইপ ছেলুনকে দেয়া হলো গণসংবর্ধনা

১২ দিন পর ভারত থেকে চিকিসা নিয়ে দেশে ফিরলেন 

 

দর্শনা অফিস: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দেশে ফিরেছেন। টানা ১২ দিন ভারতে চিকিৎসা শেষে তিনি দর্শনা জয়নগর সীমান্ত পথে দেশে ফেরেন। গতকাল সোমবার বেলা ২টার দিকে হুইপ ছেলুন জোয়ার্দ্দার সপরিবার ও সফর সঙ্গীদের নিয়ে যখন দেশের মাটিতে পা রাখেন, তখন দীর্ঘ সময় ধরে অপক্ষেমাণ নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেন। হুইপ ছেলুন জোয়ার্দ্দারের আগমনে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে সীমান্ত এলাকা। হুইপ ছেলুন জোয়ার্দ্দারকে সীমান্তে ফুলেল শুভেচ্ছা দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, জেলা আ.লীগের যুগ্মসম্পাদক মোশাররফ হোসেন মিয়া, জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, চুয়াডাঙ্গা জজকোর্টের পিপি শামশুজ্জোহা, জেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

গত ১৭ ডিসেম্বর দর্শনা জয়নগর সীমান্ত পথে সপরিবারে ভারতে যান হুইপ ছেলুন জোয়ার্দ্দার। তিনি ভারতে ১২ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন। দেশে ফেরার সময় হুইপ ছেলুন জোয়ার্দ্দারের সফর সঙ্গী হিসেবে একই সাথে দেশে ফিরেছেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্মসম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দর্শনা পৌরসভার সাবেক মেয়র মতিয়ার রহমান প্রমুখ। পরে গাড়িবহরযোগে নেতাকর্মীদের সাথে নিয়ে চুয়াডাঙ্গায় ফেরেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার।

Leave a comment