থার্টিফার্স্ট নাইটে ডিজে : চলছে জোর প্রস্তুতি

স্টাফ রিপোর্টার: প্রতি বছরই থার্টিফার্স্ট নাইটকে ঘিরে অনেক আগে থেকেই চলে জোর প্রস্তুতি। এবারও নতুন ইংরেজি বছরকে বরণ করে নেয়ার জন্য রাজধানী ঢাকাসহ সারাদেশ বর্ণিল সাজে সাজা শুরু করেছে। চলছে ব্যাপক প্রস্তুতি। ৩১  ডিসেম্বর রাতে চোখ ধাঁধানো সব আয়োজনে বর্ণিল হয়ে উঠবে দেশের বড় বড় হোটেল-ক্লাবগুলো। তারুণ্য ভাসবে বাঁধভাঙা জোয়ারে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। এদিকে এ রাতকে স্মরণীয় করে রাখতে ডিজেদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত ও বিলাসবহুল হোটেল-ক্লাবে দেশি-বিদেশি নারী ও পুরুষ ডিজেরা মাতাবেন রাতভর। এ আয়োজন উপভোগ করতে এরই মধ্যে চড়া দামের টিকিটও বিক্রি হচ্ছে দ্রুতগতিতে। ডিজের তালে তালে মাতোয়ারা হতে কাপল টিকিটই বেশি বিক্রি হয়েছে বলে জানা গেছে। পাঁচ তারকা হোটেল ও ক্লাবে পারফরমের জন্য আকাশছোঁয়া অর্থের বিনিময়ে আনা হয়েছে কিছু বিদেশি নারী ডিজে ও মডেল। এসব ডিজে-মডেলের তথ্য অবশ্য খানিক গোপন রাখা হচ্ছে। এমনকি হোটেল-ক্লাবগুলোর অনুষ্ঠানের পুরো তথ্যও সবাইকে দেয়া হচ্ছে না। দেশের মধ্যে ডিজে রাহাত, ডিজে সনিকা, ডিজে জান, ডিজে পরী, ডিজে সুমি, ডিজে প্রিন্স, ডিজে জাদু, ডিজে ফারজানা, ডিজে মিরাজসহ প্রায় ৩শ ডিজে দেশের বিভিন্ন স্থানে পারফরম করবেন।

Leave a comment