স্টাফ রিপোর্টার: তামিম ইকবালের অস্ত্রোপচার করাতে হবে তা অনেকটাই নিশ্চিত ছিলো। কিন্তু অস্ত্রোপচার না করিয়ে ভালো করা সম্ভব কিনা এমন সিদ্ধান্তের জন্য অস্ট্রেলিয়ার চিকিত্সক ডা. ডেভিড ইয়াংয়ের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সোমবার সকালে তামিমকে দেখার পর সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) মেলবোর্নের এভিনিউ হাসপাতালে অস্ত্রোপচার করেছেন ইয়াং। বাঁপায়ে মিনিসকাসে এ অস্ত্রোপচার করানো হয়। তবে অর্থোস্কোপিক অফ মিনিসকাস নামের এ অস্ত্রোপচারের জন্য কাঁটা ছোড়া করতে হয়নি। অস্ত্রোপচারের পর তামিম তার ফেজবুক ফ্যান পেজে লিখেছেন, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। আশা করছি আমি দু সপ্তার মধ্যেই নেটে ফিরবো। আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তামিমের অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, দুই তিন সপ্তার মধ্যেই অনুশীলনে নামতে পারবেন তামিম। তবে এরই মধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকবে।