ছেলের সাথে অন্যদের বিরোধের জেরে প্রাণ হারাতে হলো পিতাকে?

কোটচাঁদপুরের জোনাব আলী মাস্টাকে জনসম্মুখে গুলি করে খুন : নানা প্রশ্ন

 

মোটরসাইকেলের পর পিস্তলের গুলিরাবার বুলেট ও মোটরবাইকের ব্লু বুক উদ্ধার

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কুশনা গ্রাম সংলগ্ন বাঁওড় নিয়ে ছেলে হান্নানের সাথে অন্যদের বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জনাব আলীকে খুন করা হয়েছে? নাকি কারো রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠতে পারে শঙ্কায় ভাড়াটে খুনি দিয়ে খুন করা হয়েছে? এসব প্রশ্ন স্থানীয়দের মাঝে দানা বেধেছে। খুনের পর দানা বাধা কোনো প্রশ্নেরই জবাব মিলছে না। পরশু রাতে চা দোকানের সামনে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে খুন করে পালানো ৬ জনের একজনকেও ধরতে পারেনি পুলিশ। অবশ্য পুলিশের তরফে বলা হয়েছে, তদন্তে অনেকটাই অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থেই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

গতপরশু রোববার সন্ধ্যা রাতে হত্যা মিশন শেষ করে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলের অদূরে ফেলে যাওয়া মোটরসাইকেল উদ্ধারের স্থানের অদূরবর্তী স্থান থেকে গতকাল সোমবার সকালে একটি কালো ব্যাগে রাখা ৬টি রাবার বুলেট, ম্যাগজিনসহ ৫টি পিস্তলের তাজা গুলি, ফেলে যওয়া মোটরসাইকেলের ব্লু বুক এবং হত্যাস্থল থেকে ১টি পিস্তলের ব্যবহৃত গুলির খোসা, ১টি মিস ফায়ার গুলি, বিস্ফোরিত বোমার অংশ বিশেষ আলামত হিসেবে পুলিশ উদ্ধার করেছে। এসব উদ্ধারের সময় পুলিশ অনেকটাই নিশ্চিত, যে মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কুশনা গ্রামের জনাব আলীকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

গতপরশু রোববার সন্ধ্যার পর নিজ গ্রামের অদূরবর্তী শেরখালী মোড়ে বাবুলের চায়ের দোকানে চা পান করছিলেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জনাব আলী। তিনি এলাকায় ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। চায়ের দোকানের সামনেই তাকে টেনেহেঁচড়ে পাশে নিয়ে সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। নিহতের ছেলে কুশনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, আমার পিতা খুবই ঠাণ্ডা প্রকৃতির মানুষ ছিলেন। তার তেমন কোন শত্রু ছিলো বলে আমাদের জানা নেই। আমার জন্যই আমার পিতা খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমাকে না পেয়ে দূবৃর্ত্তরা আমার পিতাকে হত্যা করেছে। তিনি পরিষ্কার করে কিছু না বললেও কুশনা বাঁওড় কেন্দ্রিক বিরোধে এ হত্যাকাণ্ডটি হতে পারে বলে যুবলীগ নেতা হান্নান ইঙ্গিত করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহীন এ প্রতিবেদককে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে, অগ্রগতিও হয়েছে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে আর কিছু বলা সম্ভব হচ্ছে না। কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হোসেন বলেন, এমন একজন মানুষ খুনের শিকার হবে বিশ্বাস করা কষ্টকর। এ হত্যাকাণ্ডের পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রোববার রাতেই লাশ উদ্ধার করে গতকাল সোমবার ময়নাতদন্তে শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে বিকেলে কুশনা গ্রামে জানাজা শেষে নিহত জোনাব আলী মাস্টারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a comment