স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গসহ দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী এলাকায় শীতের প্রকোপে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিলো। তবে টেকনাফ, কক্সবাজার, রাঙ্গামাটি এলাকায় নিচের তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াসের ওপর। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাসহ সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আঙ্শিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উত্তর শ্রীলঙ্কা-তামিলনাড়– উপকূলে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, সৈয়দপুর এবং শ্রীমঙ্গল অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে গতকাল সোমবার উপজেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য বাড়ি বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা শিক্ষা অফিসার আবু হোসেন, সমাজসেবা অফিসার আবু তালেব ও পিআইও সহকারী আব্দুল লতিফকে সাথে নিয়ে বিকেলে পৌর এলাকার দাসপাড়ায় হতদরিদ্র বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করেন। পরে উপজেলা পরিষদের সামনে ও সন্ধ্যায় আলমডাঙ্গা রেলস্টেশনের ঢালে হরিজন সম্প্রদায়দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে এ কম্বল বিতরণ করেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান দর্শনা হল্টস্টেশন এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা হতদরিদ্র ছিন্নমূল নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান, পিয়ন রফিকুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণের জন্য সিঙ্গাপুর প্রবাসী চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাহেদুজ্জামান টরিক শীতবস্ত্র বিতরণ করেছেন। বিতরণের জন্য শীতবস্ত্র হাতে পেয়ে বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ডার আ.শু. বাঙালী ধন্যবাদ জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্প বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, শ্রী কিশোর কুমার. মো. রতন, মুক্তিযোদ্বা নজীর ঊদ্দীন, জেলা ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা খান প্রমুখ।