চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভসূচনা

সাগর-রকি ও শাহ আলম-লাভলু জুটি জয়ী

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ব্যাডমিন্টন পাঁচ দিনব্যাপি টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় খেলার উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক এমএম শাহাজাহান মুকুল। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। যার একটিতে সাগর-রকি জুটি, রউফ-তালিম জুটিকে এবং শাহ আলম-লাভলু জুটি, মিন্টু-মইনুল জুটিকে হারিয়ে পরবর্তী রাউন্ডে ওঠেন

উদ্বোধন অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি শামীম রেজা ডালিম, সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান ও নুরুল ইসলাম এবং নবাগত সভাপতি আব্দুল ওহাব মল্লিক ও পৃষ্ঠপোষক হেমায়েতউল্লাহ বেল্টু বক্তব্য রাখেন। খেলায় আইনজীবী সমিতির সদস্য আব্দুস সালাম মুক্তা রেফারির দায়িত্ব পালন করেন। আগামী ২ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। অন্যান্য জুটিরা হলেন-রাসেল-রানা ও আফজাল-ফিরোজ।

Leave a comment