মাথাভাঙ্গা মনিটর: এক দিন আগে ১৬২ জন আরোহী নিয়ে মাঝ আকাশে উধাও হয়ে যাওয়া এয়ার এশিয়ার উড়োজাহাজটি ইন্দোনেশিয়া উপকূলে বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের তল্লাশি অভিযান শুরুর পর ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান বাংবাং সোলিস্টিও বলেছেন, আমাদের হাতে যে কো-অর্ডিনেটস আছে তাতে ধারণা হয়েছে জাভা সাগরের ওপর বিমানটি ছিলো। (বিধ্বস্ত হয়ে থাকলে) এখন সেটি সাগরের তলদেশে পৌঁছে যাওয়ার কথা। এদিকে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও উড়োজাহাজটির কোনো খোঁজ না মেলায় আরোহীদের স্বজনদের মধ্যে নেমে এসেছে হতাশা। ইন্দোনেশিয়ার সুরাবায়ার জুয়ানডা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাওয়ার পথে স্থানীয় সময় রোববার সকাল ৭টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ২৪) এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১’র সাথে জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাভা সাগরের ওপরে থাকা উড়োজাহাজটির পাইলট তার মিনিট পাঁচেক আগেই মেঘের কথা বলে ৩২ হাজার ফুট উচ্চতা থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় ওড়ার অনুমতি চান। এর কিছুক্ষণের মধ্যে তার সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও কন্ট্রোল রুম তার কোনো বিপদ সঙ্কেত পায়নি। এয়ারএশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারবাস ৩২০-২০০ মডেলের ওই উড়োজাহাজে ১৫৫ জন যাত্রী ও ক্রু মিলিয়ে ১৬২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৪৯ জন ইন্দোনেশিয়ার ও তিনজন দক্ষিণ কোরিয়ার। বাকি তিনজন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের নাগরিক।
এয়ার এশিয়ার বিমানটি বিধ্বস্ত হওয়ার শঙ্কা
