৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু

দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলা কবরস্থান মোড়ে দুর্ঘটনা

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলা কবর স্থান মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় জুবায়ের (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে চিৎলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিতে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে জুবায়ের (৬) তার সমবয়সী চাচাতো বোন বিন্নি দাদা আব্দুল মমিনকে নিয়ে মাঠে যায়। দুজনে এক সাথে বাড়ি ফিরছিলো। চিৎলা কবরস্থানের নিকট রাস্তা পার হওয়ার সময় কার্পাসডাঙ্গা থেকে ছেড়ে আসা দ্রুতগামী প্রাইভেটকার নং (ঢাকা-মেট্রো-গ-২১-২০২৪) তাকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘাতক প্রাইভেটকার আটক করে থানায় নিয়ে আসে। হাফিজুরের এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছোট। ছেলের মর্মান্তিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েন। পরিবারে চলছে শোকের মাতম। গতাকাল বাদ আছর শিশু জুবায়েরের জানাজা শেষে কবরস্থনে দাফন করা হয়।