সাপের ছোবলে শাদা বাঘের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ইন্দোরের চিড়িয়াখানায় গোখরা সাপের ছোবলে মারা গেছে একটি শাদা বাঘ। গতকাল রোববার সকালে চিড়িয়াখানায় দেখা যায় শাদা বাঘটির নাক থেকে রক্ত বের হচ্ছে। মুখ ঢেকে গেছে লালায়। চিকিৎসকরা বাঘটির চিকিৎসার জন্য ছুটে যান। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। মারা যায় রাজন নামের বাঘটি। প্রাথমিক তদন্তে জানা গেছে, খাঁচার মধ্যে একটি গোখরা সাপের সাথে যুদ্ধ করতে গিয়েই অকালে প্রাণ গেলো রাজনের। ইন্দোর চিড়িয়াখানার প্রধান উত্তম যাদব জানিয়েছেন বাঘটির খাঁচায় ঢুকে পড়েছিলো সাপটি। দুজনের মধ্যে প্রায় মিনিট দশেক যুদ্ধ চলে। সাপটি রাজনকে ছোবল মারলে তার মৃত্যু হয়। বাঘের সাথে যুদ্ধ করে সাপটিও বর্তমানে গুরুতর আহত।