স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মহানগর মহিলাদলের বিক্ষোভ মিছিল লক্ষ্য করে পুলিশ ছোড়া শর্টগানের গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের আঘাতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় নগরীর ভূবনমোহন পার্কে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষে মহিলা দল মিছিল বের করার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নগরীর মণিচত্বর থেকে আওয়ামী মহিলালীগের একটি মিছিল ভূবনমোহন পার্ক এলাকায় এলে মহিলাদলের নেতাকর্মীরাও মিছিল বের করে। এতে দু পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার জানান, বিএনপির সমাবেশ শেষে মহিলাদলের মিছিল থেকে সোনাদঘী মোড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এছাড়া বিএনপি নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার-বুলেট ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আওয়ামী মহিলা লীগের মিছিল সম্পর্কে পুলিশ অবগত ছিলো না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।