মেহেরপুরের সাংবাদিক আব্দুর রব আর নেই

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক আব্দুর রব আর নেই। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃতুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনী ও লিভারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

মেহেরপুরের প্রবীণ সংবাদিক আব্দুর রব শিক্ষকতার পাশাপাশি দৈনিক খবর, দৈনিক জনতা, দৈনিক মুক্তকণ্ঠ ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে আজ সোমবার সকাল ১০টায় মেহেরপুরে হোটেল বাজার জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় তার নিজ গ্রাম মেহেরপুর শহরের উপকণ্ঠ খন্দকারপাড়ায় তার দ্বিতীয় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে লাশ দাফন করা হবে।