মহেশপুর প্রতিনিধি: গতকাল রোববার সকালে উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় ইউএনও নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, নেপা ইউপির বাঘাডাঙ্গা গ্রামে একটি অপমৃত্যুকে কেন্দ্র করে কয়েকটি পরিবারকে বাড়ি থেকে বের হতে দেয়া হচ্ছে না। কাজীরবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বলেন, সামন্তা বাজারে একটি ক্লাবে আব্দুল আজিজ নামে একজনকে ব্যাপক নির্যাতন করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। ২৩ ডিসেম্বর তারা ভয়ে থানায় মামলা করতে পারেনি। নিলীমা রাণী বলেন, মহেশপুরে দু মন্দিরে চুরি হয়েছে। মান্দাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বলেন, তার ইউনিয়নে মোটরসাইকেল ছিনতাই বেড়ে গেছে। সভায় মহেশপুর উপজেলার আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং অবিলম্বে অপরাধীদের আটকের জন্য সুপারিশ করেছেন। সভায় এসআই বিপ্লব রায়, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার, ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জুলফিকার আলী প্রমুখ বক্তব্য রাখেন।