ভাব নিতে গিয়ে গ্যাঁড়াকলে র‌্যাব কনস্টেবল!

 

জীবননগর ব্যুরে: ভাব নিতে গিয়ে গ্যাঁড়াকলে পড়েছেন এক র‌্যাব সদস্য। তাকে শেষ পর্যন্ত মোবাইলকোর্টে তোলা হয়েছে। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কনস্টেবল পদে কর্মরত জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে তরিকুল ইসলাম ছুটিতে এসে এলাকার ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নিকট দফায় দফায় মোবাইল করে তাদেরকে তটস্থ ও বিভ্রান্ত করে ফেলেন। পরে তিনি ইউএনও’র কাছে গিয়ে নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে পলিথিনের ওপর মোবাইল কোর্ট পরিচালনা করার কথা বলেন। এ সময় এক ইউপি চেয়ারম্যানের নিকট থেকে মোবাইলে অভিযোগ পাওয়ার পর ইউএনও তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করেন। এ সময় স্থানীয় সুপারিশে তাকে ছেড়ে দেয়া হয়।

জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোর্তূজা অভিযোগ করে বলেন, গতকাল রোববার দুপুরে ০১৭২৩-২৭০০৮৬ নম্বর মোবাইল থেকে তাকে ফোন করা হয়। এ সময় নিজেকে র‌্যাবের তারিক পরিচয় দিয়ে তার সাথে দেখা করার কথা বলেন। একই সময়ে তিনি হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন ও সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের নিকট মোবাইল করে দেখা করার কথা বলেন। ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, জীবননগরে এসে তিনি তার সাথে দেখা করেন। এ সময় তিনি তাকে হোটেলে নিয়ে দুপুরের খাবার খাওয়ান। সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, গতকালসহ পূর্বেও ওই র‌্যাব কনস্টেবল তার নিকট ফোন করে বিভ্রান্তিতে ফেলেন। এ ব্যাপারে ওই র‌্যাব সদস্য জানান, ছুটিতে আসার সময় কোম্পানি কমান্ডার তাকে এলাকার খোঁজখবর নিয়ে আসার জন্য বলেছিলেন। এ জন্য ওই চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিকট তিনি ফোন করেছিলেন। ইউএনও কোনো খোঁজখবর না নিয়ে তাকে মোবাইল কোর্টে নিয়ে বিচারের আয়োজন করেন।