স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে পানির ট্যাঙ্ক (ওভারহেড) ধসে পড়ে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন- আবদুর রব (৭০), ঝর্ণা বেগম (৫৫) ও শিশু সুমাইয়া (৭)। গতকাল রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নয়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ওই ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে ঝর্ণা বেগম, আবদুর রব ও শিশু সুমাইয়া বাড়ির খোলা গোসলখানায় গোসল করতে যায়। এ সময় প্রায় ১৫ ফুট ওপরে ইট দিয়ে তৈরি একটি পানির ট্যাঙ্ক ছিলো। হঠাৎ ওই ট্যাঙ্কটি তাদের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ঝণা বেগম মারা যান। গুরুতর আহত অবস্থায় আবদুর রব ও শিশু সুমাইয়াকে প্রথমে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে আবদুর রবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরে রাত ৮টার দিকে নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া মারা যান।