দামুড়হুদায় ডাকাত সর্দার গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রাজ্জাক (২৭) নামের এক ডাকাত সর্দার ও অর্ধশতাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঈশ্বরচন্দ্রপুর মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দামুড়হুদা থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজিসহ বেশ কিছু মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো।