১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিবার্ষিক নির্বাচন
দর্শনা অফিস: দর্শনা রেলবাজার মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন জমে উঠেছে। বেশ কিছুদিন আগে থেকেই বাজার এলাকায় নির্বাচনী বাতাস বইতে শুরু করলে সাধারণসভার পর পর এ বাতাস যেন জোরেসোরে বইছে। প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে বাজার এলাকা। সাধারণসভা থেকে নির্বাচনের দিন নির্ধারণ করা না হলেও নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করলো নির্বাচনের দিনক্ষণ। দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাজি আজির বকশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফশিল ঘোষণা করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় দোকান মালিক সমিতির কার্যালয়ে তফশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের মধ্যে হাজি আকমত আলী, হাজি জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম উলুম, হাজি হারুন অর রশিদ, গোলাম ফারুক আরিফ ও হানিফ মণ্ডল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- দর্শনা পৌর কাউন্সিলর রবিউল হক সুমন, দোকান মালিক সমিতির সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, আনোয়ার হোসেন রতন, আব্দুল আলীম প্রমুখ।
হাজি আজির বকশ সাক্ষরিত ঘোষিত নির্বাচনী তফশিলে উল্লেখ করা হয়েছে, আজ ২৯ ডিসেম্বর খসরা ভোটার তালিকা প্রকাশ, আগামীকাল ৩০ ডিসেম্বর ভোটার তালিকা সংশোধন, আপত্তি দাখিল ও আপত্তির নিস্পতি। ৩১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। ২ জানুয়ারি মনোনয়নপত্র জমা। ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাচাই ও প্রতীক বরাদ্দ। ৪ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার। ৫ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ১৬ জানুয়ারি সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনা ডিএস ফাজিল মাদরাসায় বিরতিহীনভাবে গোপন ব্যালোটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।