টিপ্পনী:

খবর : (জিহাদের বাবাকে ক্রসফায়ারের হুমকি)

 

মড়ার ওপর খাড়ার ঘা
বিচার কোথায় পাবি না
সত্যি কথায় জুলুম চলে
ছেলে কোথায় পড়লো জলে।

এসব কথা বলতে মানা
বললে বিপদ সবার জানা
নিজের ক্ষতি পরের লাথি
ক্ষেঁপে আছে পাগলা হাতি।

হাতির পায়ে ভীষণ ভার
বাঁচার আশা? কোসনে আর
দুই পা ধরে পড়ে থাক
মরুক ছেলে মরে যাক।

-আহাদ আলী মোল্লা

Leave a comment