কালীগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেফতার ও ক্ষমা চাওয়ার দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। গতকাল ঝিনাইদহের কালীগঞ্জের মেন বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা পোড়ানো হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মনির হোসেন, নেহাল হাসনাইন, জুয়েল, বিঞ্চু প্রমুখ।