গ্রিসে ফেরিতে আগুন

 

মাথাভাঙ্গা মনিটর: কর্ফু উপদ্বীপের ৪০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গ্রিসের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪৭৮ জন যাত্রী ছিলো। এদের মধ্যে ১১১ জনকে উদ্ধার করা হয়েছে। দ্য নরম্যান আটলান্টিক নামের ফেরিটি গ্রিসের প্যাট্রাস থেকে ইতালির এনকোনা যাচ্ছিলো। গ্রিসের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ইতালির ওই ফেরিটি গ্রিসের সীমানায় প্রবেশ করার পর তাতে আগুন লাগে। এরপরই গ্রিক উপকূলে থাকা কোস্টগার্ডের সদস্যরা ফেরিটির যাত্রীদের উদ্ধারে সেখানে চলে যায়। ইতালিয়ান নেভির বরাত দিয়ে জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ পর্যন্ত ১১১ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রিসের মার্চেন্ট মেরিন মিনিস্টার মিলতিয়াদিস জানান, সমুদ্র উত্তাল ও বাতাসের গতিবেগ বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তা সত্ত্বেও একাধিক জাহাজ ও হেলিকপ্টার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত লাইফবোটের মাধ্যমে কমপক্ষে ৩৫ যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত ফেরি থেকে স্থানান্তর করা হয়েছে।