মাথাভাঙ্গা মনিটর: আম আদমি পার্টির আহ্বায়ক দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে পাথর ছুঁড়ে মারলো এক ছাত্র। এ ঘটনায় সামান্য আহত হন কেজরিওয়াল। এটি কেজরিওয়ালের দ্বিতীয় হামলার ঘটনা। গত শনিবার দক্ষিণ দিল্লির দেওলি আসনের তিগদিতে এক সমাবেশে ভাষণকালে তার ওপর এ হামলা চালানো হয়। তার দলের লোকজন হামলাকারীকে ধরে প্রথমে ভীষণ মারধর এবং পরে পুলিশে সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, তারা ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করছে। হামলাকারী ওই ছাত্রের নাম উদিত গোয়াল। সে স্থানীয় এবং গণযোগাযোগ বিভাগের ছাত্র। ঘটনার পর কেজরিওয়াল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিজেপি ভীত হয়ে এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। এর আগে গত এপ্রিলে লোকসভা নির্বাচনকালে দলীয় প্রার্থীর জন্যে রোড শো’র সময়ে কেজরিওয়ালকে লক্ষ্য প্রথম হামলাটি চালানো হয়।
কেজরিওয়ালকে পাথর নিক্ষেপ
