আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজ ও মীর শামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটে ডাকাতি সংঘটিত হয়েছে। গত শনিবার গভীর রাতে মুখঢাকা ও নার্সদের অ্যাপ্রন পরিহিত ১৫/১৬ জনের এক ডাকাতগ্রুপ কলেজের নৈশ প্রহরীকে রক্তাক্ত জখম করে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯টি আলমারি ভাঙচুর করে সকল ফাইলপত্র তছনছ করেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।
জানা গেছে, গত শনিবার রাত ২টার দিকে মুখঢাকা ও নার্সদের অ্যাপ্রন পরিহিত ১৫/১৬ জনের এক ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলমডাঙ্গার হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজে গিয়ে চড়াও হয়। তারা বিশ্ববিদ্যালয় কলেজের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ৫টি আলমারির তালা ভেঙে সমস্ত ফাইলপত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। সে সময় বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন না। এরপর ডাকাতরা মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইন্সটিটিউটে যায়। সেখানে প্রথমেই নৈশপ্রহরী ইস্কান্দার হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে ভেতরে প্রবেশ করে ৪টি আলমারি ভাঙচুর করে ফাইলপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়। এছাড়া কয়েকটি টেবিলের ড্রয়ার ও ক্যাশ টেবিলের ড্রয়ার ভেঙে ফেলে রেখে গেছে। তবে সে সকল ড্রয়ারে কোনো টাকা ছিলো না বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় কলেজে ডাকাতি সংঘটিত হওয়ার সময় দায়িত্বরত নৈশপ্রহরীর অনুপস্থিতির বিষয়টি অনেকেই বাঁকাচোখে দেখছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওমর ফারুক আলমডাঙ্গা থানায় জিডি করেছেন।